বিশ্বকাপ ফুটবলের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে ইয়াকুব আলী তার পর্যবেক্ষণ থেকে বলেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা বাংলাদেশের পথে-ঘটে, চায়ের কাপ থেকে শুরু করে সর্বত্র।
কীভাবে ইয়াকুব আলীর মনে জায়গা করে নিলো ফুটবলার ম্যারাডোনা, এ প্রসঙ্গে তিনি ছোটবেলার স্মৃতি মনে করেন।
"এক টাকা দামের এক্সারসাইজ খাতা পাওয়া যেত দোকানে। সেই খাতার উপর বল পায়ে এক লোকের ছবি দেয়া। তার মাথার কাছে বিশ্বকাপ ফুটবলের ছবি। ছবিটার নিচে লেখা ম্যারাডোনা। এভাবেই আমাদের পরিচয় ফুটবল অন্যতম ইতিহাসের সেরা মহাতারকা ম্যারাডোনার সাথে।"
বাংলাদেশে তার গ্রামে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার পরিবেশ কেমন ছিল সে প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পুরো গ্রামে একটা মাত্র টিভি ছিল, ম্যাচগুলো দেখতে পুরো উঠোন ভোরে যেত।

Thousands of football fans were watching the Australia-Argentina match in the screen at Darling Harbour. Credit: Yaqub Ali
বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কথা জানে সবাই। মি. আলী বলেন, অস্ট্রেলিয়া-আর্জেন্টিনা ম্যাচের সময় কয়েকজন আর্জেন্টিনিয়ান জোরের সাথে বলছিলো যে তারা বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা সপর্কে ভালো করেই জানেন।
ফুটবল মানুষকে কেমন অনুপ্রেরণা দিতে পারে সে সম্পর্কে তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল আসলেই 'গ্রেটেস্ট শো অন আর্থ', অস্ট্রেলিয়াতে এসে আবারও তার প্রমাণ পেলাম।
মি. আলী বলেন, ছেলেবেলায় বিশ্বকাপ টুর্নামেন্টের দেশগুলোর পতাকা উড়ানো তাদের বাড়তি আনন্দ দিত।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা