শায়লা জাবীন তার পেশাগত কাজ ছাড়াও লেখালেখি করে থাকেন।
ব্যস্ত জীবনে এবারের বিশ্বকাপের ফুটবল ম্যাচগুলো দেখা হয়ে উঠেছে কীনা জানতে চাইলে তিনি বলেন, এবারের বিশ্বকাপের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সময়গুলো ছিল অস্ট্রেলিয়ান সময় হয় গভীর রাত কিংবা ভোর বেলা। তবে টিভিতে ম্যাচের হাইলাইটগুলো খুব আগ্রহ নিয়ে দেখেছেন তিনি।
তিনি বলেন, এবারের বিশ্বকাপে কিছু বিষয়ে নতুনত্ব চোখে পড়েছে তার, বিশেষ করে টেকনোলজির ব্যবহার। যদিও এ নিয়ে নানা বিতর্ক আছে, তবে বিষয়টি ইতিবাচকভাবে দেখতে চান তিনি।

Shaila Zabeen has been living in Australia for a long time, but she has many fun memories of enjoying the World Cup football in Bangladesh. Credit: Shaila Zabeen
তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, তবে বাংলাদেশে বিশ্বকাপের খেলা উপভোগ করা কিংবা কোন টীমকে সমর্থন এবং এনিয়ে বন্ধুদের মধ্যে খুনসুটি এমন সব মজার স্মৃতি তার অনেক।
শায়লা জাবীনের সাথে সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা