২০২২ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ফ্রান্সকে হারালো পেনাল্টি শুট-আউটে

২০২২ বিশ্বকাপের জমজমাট ফাইনাল ম্যাচটি যেন হয়ে উঠেছিল মেসি বনাম এমবাপ্পের গৌরবের লড়াই। ৩-৩ গোলে নাটকীয় সমতার পর শেষ পর্যন্ত পেনাল্টি শুট-আউটে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

A man holding standing among a cheering football team while holding the World Cup trophy.

Argentina's Lionel Messi with the World Cup trophy his team won the tournament after beating France in the final. Source: EPA / Friedemann Vogel/EPA

দু'দলের সমর্থকদের জন্যই ম্যাচটি যেন ছিলো স্নায়ুর সাথে যুদ্ধ।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অতিরিক্ত সময়ের পরেও ৩-৩ গোলে ড্র থাকলে স্পট কিকে আর্জেন্টিনা ৪-২ গোলে জয়লাভ করে।

২০০২ সালের টুর্নামেন্টে ব্রাজিল জার্মানিকে পরাজিত করার পর ইউরোপের বাইরে আর কোন দেশ গত ২০ বছরে টুর্নামেন্ট জিততে পারেনি।
সাতটি ব্যালন ডি'অর-এর অধিকারী লিওনেল মেসিকে ইতিমধ্যেই অনেক ফুটবল পন্ডিত ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করেন। তবে তার ফুটবল ক্যারিয়ারে একটি অর্জনই বাকি ছিল - তার দেশের হয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসির করা গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

কিন্তু কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে খেলায় ফিরিয়ে আনলেন নাটকীয় ভাবে, বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন।

ফাইনালের আগ পর্যন্ত এমবাপ্পে এবং মেসি উভয়ই এই টুর্নামেন্টে পাঁচটি করে গোল করেছিলেন এবং ফ্রান্সের অলিভিয়ের গিরুডের ছিল চার গোল। তিনজনই ছিলেন সেরা গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুটের' প্রতিদ্বন্দ্বীতায়।

শেষে এই টুর্নামেন্টে ৮টি গোল করে এমবাপ্পেই গোল্ডেন বুটের পুরস্কারটি ঝুলিতে পোরেন।

এর আগে দুই দলই দুটি বিশ্বকাপ জিতেছে। কিন্তু আর্জেন্টাইনরা এবার যে খুব শক্তিশালী ছিল তা প্রমাণ করেছে।
A man on a football field cheering.
France's Kylian Mbappe celebrates after scoring a goal during the 2022 World Cup final against Argentina. Source: AAP, SIPA USA / Fotoarena
টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফ্রান্সের লুইস ফার্নান্দেজ, চার বছর আগে এমবাপ্পে এই পুরস্কার জিতেছিলেন।

আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ 'গোল্ডেন গ্লাভ' জিতেছেন, আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে 'গোল্ডেন বল' জিতেছেন মেসি।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, যিনি দলের জন্য যাতে 'দুর্ভাগ্যের প্রতীক' না হন এ কারণে ফাইনালে অংশ নেননি বলে জানা গেছে। তবে তিনি তার দেশের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

"(আমরা) সবসময় একসাথে, সবসময় ঐক্যবদ্ধ," তিনি বলেন।

"আমরা বিশ্বের চ্যাম্পিয়ন। আর কোন শব্দ নেই। ধন্যবাদ।"
ম্যাচের আগে ও পরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের রাস্তাগুলো ছিল জমজমাট।

স্টেডিয়াম জুড়ে ছিল আর্জেন্টিনার সমর্থকদের আধিক্য, ছিল আবেগে টইটুম্বুর।

এবারের বিশ্বকাপে প্রায় ৫০,০০০ আর্জেন্টাইন কাতার ভ্রমণ করে।
মেসি ১৩ বছর বয়সে বার্সেলোনা এফসিতে যোগ দিতে আর্জেন্টিনা থেকে স্পেনে চলে আসেন। তবে তার হৃদয় জুড়ে সবসময় ছিল তার দেশ।

শুক্রবার ফরাসি ভক্তরা একটা গুজব নিয়ে চিন্তিত ছিল যে একটি অজানা ভাইরাস রাফায়েল ভারানেসহ স্কোয়াডের শীর্ষ খেলোয়াড়রা আক্রান্ত এবং অন্তত তিনজন নিয়মিত খেলোয়াড় খেলবেন না, এবং তাদের সবাইকে মূল গ্রুপ থেকে আলাদাভাবে প্রশিক্ষণ নিতে হয়েছিল।

তবে লেস ব্লেউস স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় তার দলের পূর্ণ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেন।

দেশটির রাজধানী বুয়েনস আইরেসের পাবলিক স্ক্রিনেআর্জেন্টিনার ভক্তরা গ্রীষ্মের গরম উপেক্ষা করে ম্যাচটি দেখতে আসেন। তবে কাতারের মানবাধিকার রেকর্ডের বিরুদ্ধে ফ্রান্সের প্রতিবাদের কারণে প্যারিসে কোনো লাইভ সাইট ছিল না।
ম্যাচের আগে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামটি আতশবাজির চোখ ধাঁধানো ঝলকে আলোকিত য়ে উঠে।

কাতারি গীতিকার আয়েশা, আমেরিকান-নাইজেরিয়ান গায়ক ডেভিডো, পুয়ের্তো রিকান রেগেটন গায়ক ওজুনা, ফরাসি র‍্যাপার গিমস, মরক্কান-কানাডিয়ান গায়িকা নোরা ফাতেহি, আমিরাতি পপ তারকা বলকিস, ইরাকি সঙ্গীতশিল্পী রাহমা রিয়াদ এবং মরক্কোর কণ্ঠশিল্পী মানাল।

এই টুর্ণামেন্টসহ আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপের ফাইনাল জিতেছে, ব্রাজিল পাঁচটি এবং জার্মানি চারটি।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার 
সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Share

Published

Updated

By Tom Canetti
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand